নিজের ৩১তম জন্মদিনেই ইতিহাস গড়লেন যশপ্রীত বুমরা অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের প্রথম দিন মাত্র একটি উইকেট নিয়েই বিশেষ তালিকায় সামিল হন বুমরা অ্যাডিলেডে উসমান খাওয়াজাকে আউট করেই চলতি বছরে ৫০ টি টেস্ট উইকেট নিয়ে ফেললেন তিনি বুমরাই এই ক্যালেন্ডার বছরে এখনও পর্যন্ত একমাত্র ফাস্ট বোলার হিসাবে ৫০টি উইকেট নিলেন তিনি কপিল দেব ও জাহির খানের পর মাত্র তৃতীয় ভারতীয় ফাস্ট বোলার হিসাবে এই বিশেষ কৃতিত্ব গড়লেন বুমরা কপিল দেব ১৯৮৩ সালে ৭৫টি উইকেট নিয়েছিলেন জাহির খান ২০০২ সালে নিয়েছিলেন ৫১টি উইকেট বিশ্ব ক্রিকেটে এ বছরে সব ফর্ম্যাট মিলিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির নামও বুমরা অ্যাডিলেডে ম্যাচে ফিরতে কিন্তু ফের একবার ভারতের ভরসা সেই বুমরা স্টার্কের ছয় উইকেটে ১৮০ রানে ভারত অল আউট হওয়ার পর দিনশেষে অস্ট্রেলিয়ার স্কোর ৮৬/১