৬ ডিসেম্বর, ২০২৪, ৩৬ বছর পূর্ণ করলেন রবীন্দ্র জাডেজা
ভারতের হয়ে ৭৭টি টেস্ট, ১৯৭টি ওয়ান ডে ও ৭৪টি টি-২০ ম্যাচ খেলেছেন জাডেজা
২০০৫ সালে বিপর্যয় নেমে এসেছিল জাডেজার জীবনে
একটি দুর্ঘটনায় মারা যান জাডেজার মা লতা
মায়ের অকাল মৃত্যুতে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন জাডেজা
সেই সময়ই ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন অবসাদগ্রস্ত জাডেজা
বাবা অনিরুদ্ধ চেয়েছিলেন, ছেলে সেনাবাহিনিতে যোগ দিক
জাডেজা পেশা হিসাবে বেছে নিয়েছিলেন ক্রিকেটকে
২০১৬ সালে রিভাবা সোলাঙ্কিকে বিয়ে করেন জাডেজা
২০১৭ সালে এক কন্যাসন্তান হয় জাডেজা-রিভাবার (ছবি - জাডেজার ফেসবুক)