বার্থ ডে বয়

৬ ডিসেম্বর, ২০২৪, ৩৬ বছর পূর্ণ করলেন রবীন্দ্র জাডেজা

তারকা অলরাউন্ডার

ভারতের হয়ে ৭৭টি টেস্ট, ১৯৭টি ওয়ান ডে ও ৭৪টি টি-২০ ম্যাচ খেলেছেন জাডেজা

বিরাট বিপর্যয়

২০০৫ সালে বিপর্যয় নেমে এসেছিল জাডেজার জীবনে

মাতৃহারা

একটি দুর্ঘটনায় মারা যান জাডেজার মা লতা

শোকস্তব্ধ

মায়ের অকাল মৃত্যুতে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন জাডেজা

বয়স মাত্র ১৭!

সেই সময়ই ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন অবসাদগ্রস্ত জাডেজা

বাবার স্বপ্ন

বাবা অনিরুদ্ধ চেয়েছিলেন, ছেলে সেনাবাহিনিতে যোগ দিক

ক্রিকেটই ধ্যান-জ্ঞান

জাডেজা পেশা হিসাবে বেছে নিয়েছিলেন ক্রিকেটকে

বিয়ের পিঁড়িতে

২০১৬ সালে রিভাবা সোলাঙ্কিকে বিয়ে করেন জাডেজা

কন্যাসন্তানের বাবা

২০১৭ সালে এক কন্যাসন্তান হয় জাডেজা-রিভাবার (ছবি - জাডেজার ফেসবুক)