এদিন দিনের শুরুতেই রোহিত টস হেরে এক রেকর্ড গড়ে ফেলেন।



প্রথম দল হিসেবে ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক টানা ৯ ম্য়াচে টস হারার লজ্জার রেকর্ড গড়ল।



হার্দিক পাণ্ড্য এই ম্যাচে আন্তর্জাতিক মঞ্চে ৪০০০ রান ও ২০০ উইকেটের জোড়া মাইলফলক স্পর্শ করেন।



ষষ্ঠ ক্রিকেটার হিসাবে এই জোড়া মাইলফলক স্পর্শ করার কৃতিত্ব গড়লেন তিনি।



পাকিস্তানের বিরুদ্ধে আজকের ম্যাচে তিনটি উইকেট নেন কুলদীপ যাদব।



আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ উইকেট পূরণ করে ফেললেন।



বিরাট কোহলি নিজের কেরিয়ারে ৫১টি ওয়ান ডে শতরান হাঁকালেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটিই প্রথম।



এই ইনিংসের সুবাদে তিনি দ্রুততম ব্যাটার হিসাবে ১৪ হাজার ওয়ান ডে রান করে ফেললেন।



মোট আন্তর্জাতিক রানের বিচারে রিকি পন্টিংকেও পিছনে ফেলে তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হলেন তিনি।



এখানেই শেষ নয়,ফিল্ডার কোহলি এদিন দুই ক্যাচ ধরে ওয়ান ডেতে ভারতের হয়ে সর্বাধিক ক্যাচ ধরার কৃতিত্ব গড়লেন।