ইংল্যান্ডের হয়ে ২৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিস ট্রেমলেট নিজের ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার জন্য পরিচিত ছিলেন।



তবে ক্রিকেট থেকে অবসরের পর শরীরে বদল তো ঘটানই এমনকী পেশাদার ভারত্তোলোক হিসাবেও কেরিয়ার শুরু করেন ট্রেমলেট।



শান্তাকুমারণ শ্রীসন্থের নাম স্পট ফিক্সিং কাণ্ডে জড়ানোর পর থেকে তিনি জাতীয় দলে আর ফিরতে পারেননি।



নিজের শরীরের বিরাট বদল ঘটান শ্রীসন্থ। তিনি কিন্তু অভিনেতা হিসাবেও সিনেমায় কাজ করেছেন।



ক্রিস গেল নিজের কেরিয়ারের শুরুর দিকে কিন্তু তুলনামূলক রোগাই ছিলেন।



তবে দিন যত গড়িয়েছে গেলের শারীরিক গঠন এবং তাঁর লম্বা ছক্কা হাঁকানোর দক্ষতা সকলের নজর কেড়েছে।



বাড়তি ওজন নিয়ে বিরাট কোহলি নিজেই বহু আগে উদ্বেগ প্রকাশ করেছিলেন।



তবে নিজের ডায়েটে আমূল বদল ঘটিয়ে ফিটনেস আইকনও হয়ে উঠেন বিরাট কোহলি।



২০১৭-১৮ সালে শ্রীলঙ্কার তারকা স্পিনার মাহিশ থিকসানার ওজন ছিল ১১৭ কেজি।



তবে একসময় ফিটনেস টেস্টে ফেল করা থিকসানা চার বছরের মধ্যে ওজন ঝরিয়ে ইয়ো-ইয়ো টেস্টে ১৯.২ পর্যন্ত স্কোর করেন।