পারথে দুরন্ত জয়ের পর পাঁচ ম্যাচের বর্ডার-গাওস্কর ট্রফিতে আপাতত ১-০ এগিয়ে রয়েছে ভারতীয় দল।



অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টেও জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া।



সেই দ্বিতীয় টেস্টেই একাধিক রেকর্ড গড়ার হাতছানি ভারতের নবীন ও প্রবীণ দুই তারকার।



একদিকে যেখানে যশস্বী জয়সওয়াল সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে পারেন।



সেখানে বিরাট কোহলির সামনে স্যর ডন ব্র্যাডম্যানের কৃতিত্বে ভাগ বসানোর সুযোগ রয়েছে।



চলতি বছরে জয়সওয়াল ৫৮.১৮ গড়ে ১২৮০ রান করেছেন। তিনি আর ২৮৩ রান করলেই এক ক্যালেন্ডার বর্ষে সচিনকে পিছনে ফেলে ভারতীয় হিসাবে সর্বাধিক রানের মালিক হয়ে যাবেন।



অপরদিকে, পারথের আরেক সেঞ্চুরিয়ন বিরাট কোহলি ইতিমধ্যেই অজ়িভূমে ১০টি সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন।



তিনি তাঁর পছন্দের অ্যাডিলেডে আরও একটি শতরান হাঁকালে এক প্রতিপক্ষের বিরুদ্ধে তাঁদের ঘরের মাঠে সর্বাধিক শতরান করার কৃতিত্বে ভাগ বসাবেন।



আপাতত ব্র্যাডম্যানের দখলে ইংল্যান্ডের মাটিতে ইংরেজদের বিরুদ্ধে ১১টি শতরান হাঁকানোই সর্বোচ্চ। সেই কৃতিত্বে ভাগ বসানো এমনকী সেই রেকর্ড ভেঙেও ফেলতে পারেন বিরাট।



যশস্বী, কোহলিরা এই কৃতিত্ব গড়তে পারেন কি না, সেটাই দেখার।