ভারত-ইংল্যান্ডের চলতি টেস্ট সিরিজ়ে দুরন্ত ছন্দে রয়েছেন যশস্বী জয়সওয়াল গত ম্যাচে তেমন বড় রান না করলেও, আগের দুই ম্যাচেই করেছিলেন দ্বিশতরান ধর্মশালায় যশস্বীর সামনে ভারতীয় মহাতারকা বিরাট কোহলির একাধিক কৃতিত্বে ভাগ বসানোর সুযোগ রয়েছে ধর্মশালায় সেঞ্চুরি করলেই যশস্বী ইংল্যান্ডের বিরুদ্ধে এক সিরিজে সেঞ্চুরি হাঁকানোর কোহলির কৃতিত্বে ভাগ বসাবেন আর এক রান করলেই কোহলিকে পিছনে ফেলারও হাতছানি রয়েছে তাঁর এক রান করলেই ভারত-ইংল্যান্ডের টেস্ট সিরিজ়ে সর্বাধিক রান করা ভারতীয় হয়ে যাবেন তিনি চলতি সিরিজ়ে ভারতের তরুণ ওপেনার এখনও পর্যন্ত মোট ৬৫৫ রান করেছেন দুই ইনিংস মিলিয়ে আর ১২০ রান করলেই গাওস্কর, কোহলিদের পিছনে ফেলবেন যশস্বী তিনিই হবেন এক সিরিজ়ে সর্বাধিক রান করা ভারতীয় ৭ মার্চ থেকে শুরু হওয়া পঞ্চম টেস্টে তাই যশস্বীর দিকে বিশেষ নজর থাকবে