ব্যাট হাতে ইংল্যান্ডে অনবদ্য পারফর্ম করে নজর কাড়ছেন ঋষভ পন্থ।



তবে ভারতে কিন্তু পন্থের ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর সোশ্যাল মিডিয়া কার্যকলাপও শিরোনাম কেড়ে নিচ্ছে।



সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঋষভ পন্থকে এক ইনফ্লুয়েন্সারের একের পর এক ছবি লাইক করতে দেখা গিয়েছে।



তাঁর নাম মিয়া জ়েলু। সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রায় দেড় লক্ষ ফলোয়ার রয়েছে।



কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির অবনীত কৌরের ছবি লাইক করা নিয়ে শোরগোল পড়ে যায়।



সেই ঘটনার সঙ্গে পন্থের এই ঘটনার তুলনা টানছেন অনেকেই।



তবে এখানে উল্লেখযোগ্য বিষয হল মিয়া রক্তমাংসের কোনও মানুষ নয়।



তিনি একজন এআই দ্বারা নির্মিত ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার।



অনেকে এরপরেই মজা করে দাবি করেন বর্তমানে যেখানে কিছুই লোকানো যায় না, সেখানে পন্থ সুরক্ষিত বিকল্প বেছেছেন।



সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা ঘিরে কিন্তু না না মজাদার মিমও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে।