ডেভন কনওয়ে বলেছেন, ধোনিকে নিয়ে গোটা ভারতে কী হয়, প্রত্যেক শহরে না গিয়ে দেখলে কেউ বিশ্বাস করবেন না কিউয়ি তারকা জানিয়েছেন, ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ধোনিকে ঈশ্বরজ্ঞানে পুজো করেন কনওয়ে যে ভুল বলেননি, তা প্রমাণ হয়ে গেল এক ভক্তের কাণ্ডে ছত্তীসগঢ়ের এক ধোনি-ভক্ত বিয়ের কার্ডে প্রিয় নায়কের মুখ ছাপালেন তারপর নিমন্ত্রণপত্র পাঠিয়ে দিলেন ধোনির বাড়িতেই! অধিনায়ক হিসাবে পঞ্চম আইপিএল জেতার পর কার্যত ধোনি বন্দনা চলছে দেশ জুড়ে তাতে সামিল আপামর ক্রিকেটপ্রেমীরা ছত্তীসগঢ়ের মিলুপাড়ার কোন্দকেল গ্রামের দীপক পটেল বরাবরের ধোনি ভক্ত তিনি নিজের বিয়ের কার্ডে ধোনির ছবি ছাপিয়েছেন ভক্ত বিয়ে করছে, আর নায়ক নিমন্ত্রিত নন, তা আবার হয় নাকি! দীপক তাই ধোনির বাড়িতেও নিমন্ত্রণপত্র পাঠিয়েছেন হাঁটুর অস্ত্রোপচারের পর ধোনি আপাতত রাঁচির বাড়িতে