যদি ওজন কমাতে চান ,

৩ মাস দিনে ৩ গ্রাম করে জিরে খেতে হবে।

মেদ কমাতে জিরের জুড়ি মেলা ভার ।

জিরার টোটকা ব্যবহার শুরুর পর থেকে ১৫ দিন অপেক্ষা করুন।

এক গ্লাস জলে এক চামচ জিরে দিন।

জিরের জল দিয়ে চা করে খেতে পারেন।

দু-চামচ জিরে সারারাত ভিজিয়ে রাখুন।

সকালে সেই জল গরম করে, না ছেঁকে চায়ের মতো খান।

টক দইতে এক চামচ জিরে গুঁড়ো মিশিয়ে নিন।

সেই দই খেলে ওজন কমবে।

জির চর্বি বের করে দেয়।

অস্বাস্থ্যকর কোলেস্টেরলকে শরীর থেকে বের করে দেয়।

স্যুপ তৈরি করে

জিরেগুঁড়ো মিশিয়ে খেলে ভালো কাজ দেবে।

কাঁচা হোক বা ভাজা, দুই-ই উপকারী।

টক দই আর স্যালাডেও দেওয়া হয় জিরে।

ভারতীয় মশলার বেশিরভাগই আয়ুর্বেদিক গুণাগুণে সমৃদ্ধ।

এর মধ্যে মেদ কমাতে বিশেষ কাজে আসে জিরে।

জানেন কি ফিট থাকতে

মিশরীয় সভ্যতাতেও জিরে খাওয়ার প্রচলন ছিল?