অল্প ব্যবহারেই স্মার্টফোন গরম হয়ে যাচ্ছে? কী কী করবেন দেখে নিন। চার্জে ফোন বসিয়ে কথা বলবেন না। গান শোনা বা সিনেমা দেখার সময় ফোন চার্জে দেবেন না। চড়া রোদ থেকে স্মার্টফোন দূরে রাখুন। চার্জ দেওয়ার সময় ভাল মানের চার্জার ব্যবহার করুন। ফোনে একগুচ্ছ অ্যাপ ডাউনলোড না করাই ভাল। যেসব অ্যাপ ব্যবহার করেন না সেগুলো ডিলিট করুন। ফোন খুব গরম হয়ে গেলে কভার বা কেস খুলে রাখুন। খুব অল্প ব্যবহারেই ফোন গরম হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। ফোনের স্ক্রিন ব্রাইটনেস কমিয়ে রাখলেও সমস্যার সমাধান হতে পারে।