আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বিপুল সমারোহে যোগ শিবির আয়োজিত হল দিল্লির পুরানা কিলাতে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যোগ দেন ওই অনুষ্ঠানে। দিল্লির যন্তরমন্তরে বিপুল সমারোহে পালিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস। যোগ দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যোগব্যায়ামে ব্যস্ত কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরী। মহারাষ্ট্রের নাগপুরে যোগ দিবসের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। যোগ দিবস উপলক্ষে যোগ শিবিরে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুখতার আব্বাস নকভি। যোগব্যায়াম করেন তিনি। হরিয়ানার কুরুক্ষেত্রে যোগ শিবিরে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল। হরিয়ানায় বিপুল সমারোহে যোগ দিবসের অনুষ্ঠান। যোগ দিয়েছিলেন খোদ হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। পুরীর কোনারক সূর্য মন্দির চত্বরে অনুষ্ঠিত হয়েছিল একটি শিবির। সেখানে যোগ দেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যোগ দিবসে যোগাভ্যাস অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। অসমের ডিব্রুগড়ে আয়োজিত যোগ দিবস অনুষ্ঠানে যোগ দেন তিনি।