বদলে গিয়েছে দেশের আর্থিক পরিস্থিতি। ব্যাঙ্কে গিয়ে টাকার লেনদেনের পরিবর্তে এখন বেশিরভাগই মানুষই অনলাইনে পেমেন্ট করেন।

বিদ্যুতের বিল পরিশোধ করা হোক বা ট্রেন বা ফ্লাইটের টিকিট বুকিং,সবেতেই অনলাইন পেমেন্ট ব্যবহার করছে দেশবাসী ।

অনেক সময় ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহার মানুষকে সাইবার ক্রাইমের শিকার করে তোলে। ব্যাঙ্কিং জালিয়াতি, অনলাইন স্ক্যাম ছাড়াও আরও অনেক প্রতারাণার শিকার হন ব্যবহারকারীরা।

সেই কারণে সাইবার ক্রাইম প্রতিরোধে ভারত সরকার একটি সাইবার ক্রাইম পোর্টাল চালু করেছে। জেনে নিন, কী সুবিধা পোর্টালে।

সাইবার ক্রাইম পোর্টালে এখন প্রতারণা সম্পর্কে রিপোর্ট করতে পারেন প্রতারিতরা। বিশেষ করে ঘরে বসেই জালিয়াতদের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারবেন আপনি।

কীভাবে অনলাইনে সাইবার ক্রাইমের বিরুদ্ধে রিপোর্ট করবেন ?

১ সাইবার অপরাধের অভিযোগ নথিভুক্ত করতে, আপনাকে
প্রথমে সাইবার ক্রাইম পোর্টালে যেতে হবে।
২ তারপর হোম পেজে স্ক্রোল করে নিচে যান।
এখানে আপনি একটি বক্স দেখতে পাবেন।

৩ বক্সে আপনি Learn About Cyber ​​Crime ও File a Complaint ২টি বিকল্প দেখতে পাবেন। এখান থেকে File a Complaint-এ ক্লিক করুন।

৪ এর পর I accept এ ক্লিক করুন।
৫ এটি করার পরে আপনার সামনে একটি নতুন উইন্ডো খুলবে।
এতে Report Other Cyber ​​Crime বটনে ক্লিক করুন।

৬ আপনি যদি ইতিমধ্যেই পোর্টালে নিবন্ধন না করে থাকেন তাহলে নতুন ব্যবহারকারীর জন্য এখানে ক্লিক করুন।

৭ এখানে রাজ্য, ইমেল আইডি, মোবাইল নম্বর ইত্যাদির মতো এখানে জিজ্ঞাসা করা সব বিবরণ লিখুন।
৮ এরপরে নম্বরে ওটিপি লিখুন ও সাবমিট এ ক্লিক করুন।

৯ পরবর্তীতে আপনাকে ফর্মের সব তথ্য পূরণ করতে বলা হবে।
১০ ফর্মটিতে ৪টি অংশ থাকবে। এতে ঘটনার বিবরণ, সন্দেহভাজন বিবরণ, অভিযোগের বিবরণ লিখুন।