বদলে গিয়েছে দেশের আর্থিক পরিস্থিতি। ব্যাঙ্কে গিয়ে টাকার লেনদেনের পরিবর্তে এখন বেশিরভাগই মানুষই অনলাইনে পেমেন্ট করেন।
বিদ্যুতের বিল পরিশোধ করা হোক বা ট্রেন বা ফ্লাইটের টিকিট বুকিং,সবেতেই অনলাইন পেমেন্ট ব্যবহার করছে দেশবাসী ।
সেই কারণে সাইবার ক্রাইম প্রতিরোধে ভারত সরকার একটি সাইবার ক্রাইম পোর্টাল চালু করেছে। জেনে নিন, কী সুবিধা পোর্টালে।
১ সাইবার অপরাধের অভিযোগ নথিভুক্ত করতে, আপনাকে
প্রথমে সাইবার ক্রাইম পোর্টালে যেতে হবে।
২ তারপর হোম পেজে স্ক্রোল করে নিচে যান।
এখানে আপনি একটি বক্স দেখতে পাবেন।
৩ বক্সে আপনি Learn About Cyber Crime ও File a Complaint ২টি বিকল্প দেখতে পাবেন। এখান থেকে File a Complaint-এ ক্লিক করুন।
৬ আপনি যদি ইতিমধ্যেই পোর্টালে নিবন্ধন না করে থাকেন তাহলে নতুন ব্যবহারকারীর জন্য এখানে ক্লিক করুন।
৭ এখানে রাজ্য, ইমেল আইডি, মোবাইল নম্বর ইত্যাদির মতো এখানে জিজ্ঞাসা করা সব বিবরণ লিখুন।
৮ এরপরে নম্বরে ওটিপি লিখুন ও সাবমিট এ ক্লিক করুন।
৯ পরবর্তীতে আপনাকে ফর্মের সব তথ্য পূরণ করতে বলা হবে।
১০ ফর্মটিতে ৪টি অংশ থাকবে। এতে ঘটনার বিবরণ, সন্দেহভাজন বিবরণ, অভিযোগের বিবরণ লিখুন।