ইউজারদের সুবিধার জন্য ফের একটি আধুনিক ফিচার লঞ্চ করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি-ভিডিও-জিফ ফাইল বা ডকুমেন্ট পাঠানোর সময় লেখা যাবে ক্যাপশন। আপাতত হোয়াটসঅ্যাপ বিটা ইউজাররা মিডিয়া এবং ডকুমেন্টের ক্ষেত্রে ক্যাপশন লেখার সুবিধা পাচ্ছেন। তবে অনুমান, দ্রুত সকলের জন্য এই পরিষেবা চালু হবে। সংযোগ স্থাপন আরও সহজ হবে। বর্তমানে WhatsApp beta version 2.22.23.15- এর ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। সিঙ্গল চ্যাট হোক বা গ্রুপ, সবক্ষেত্রেই ফটো, ভিডিও, জিফ ফাইল এবং ডকুমেন্টের ক্ষেত্রে ক্যাপশন লেখার সুযোগ পাবেন ইউজাররা। এর আগে হোয়াটসঅ্যাপে এই সুবিধা ছিল না। এখনও নন-বিটা ইউজাররা এই সুবিধা পাবেন না। এবার হোয়াটসঅ্যাপেও চালু হতে চলেছে ফেসবুকের মতো ‘বিটমোজি’ অবতার। আপাতত চলছে পরীক্ষা নিরীক্ষা। হোয়াটসঅ্যাপে ফেসবুকের মতো 'অবতার' ফিচার চালু হলে ইউজাররা নিজেদের থ্রিডি অবতার তৈরি করতে পারবেন। সূত্রের খবর, এবার Blur Tool ফিচারের রোল আউট শুরু হয়েছে হোয়াটসঅ্যাপের ডেস্কটপ বিটা ভার্সানে।