Image Source: Pexels

ইউজারদের সুবিধার জন্য ফের একটি আধুনিক ফিচার লঞ্চ করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

Image Source: Pexels

নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি-ভিডিও-জিফ ফাইল বা ডকুমেন্ট পাঠানোর সময় লেখা যাবে ক্যাপশন।

Image Source: Pexels

আপাতত হোয়াটসঅ্যাপ বিটা ইউজাররা মিডিয়া এবং ডকুমেন্টের ক্ষেত্রে ক্যাপশন লেখার সুবিধা পাচ্ছেন।

Image Source: Pexels

তবে অনুমান, দ্রুত সকলের জন্য এই পরিষেবা চালু হবে। সংযোগ স্থাপন আরও সহজ হবে।

Image Source: Pexels

বর্তমানে WhatsApp beta version 2.22.23.15- এর ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

Image Source: Pexels

সিঙ্গল চ্যাট হোক বা গ্রুপ, সবক্ষেত্রেই ফটো, ভিডিও, জিফ ফাইল এবং ডকুমেন্টের ক্ষেত্রে ক্যাপশন লেখার সুযোগ পাবেন ইউজাররা।

Image Source: Pexels

এর আগে হোয়াটসঅ্যাপে এই সুবিধা ছিল না। এখনও নন-বিটা ইউজাররা এই সুবিধা পাবেন না।

Image Source: Pexels

এবার হোয়াটসঅ্যাপেও চালু হতে চলেছে ফেসবুকের মতো ‘বিটমোজি’ অবতার। আপাতত চলছে পরীক্ষা নিরীক্ষা।

Image Source: Pexels

হোয়াটসঅ্যাপে ফেসবুকের মতো 'অবতার' ফিচার চালু হলে ইউজাররা নিজেদের থ্রিডি অবতার তৈরি করতে পারবেন।

Image Source: Pexels

সূত্রের খবর, এবার Blur Tool ফিচারের রোল আউট শুরু হয়েছে হোয়াটসঅ্যাপের ডেস্কটপ বিটা ভার্সানে।