Image Source: Pexels

নতুন ফোন কেনার পরিকল্পনা রয়েছে? যদি বাজেট একটু বেশি হয়, ২০ হাজারের কাছাকাছি, তাহলে বেশ কিছু ফোন পাবেন ভারতে।

Image Source: Pexels

২০ হাজার টাকার কম দামেই কেনা যাবে বেশ কিছু স্মার্টফোন। দুর্দান্ত ফিচার রয়েছে এই ফোনগুলিতে।

Image Source: Pexels

এবার দেখে নিন এই মুহূর্তে ভারতে ২০ হাজার টাকার কম দামে কোন কোন স্মার্টফোন কিনতে পারবেন।

Image Source: Pexels

পোকো এক্স৪ প্রো ৫জি- পোকো সংস্থার এই ৫জি ফোন পাওয়া যাবে ১৮,৯৯৯ টাকায়।

Image Source: Pexels

রেডমি নোট ১১ প্রো- শাওমির সাব-ব্র্যান্ড রেডমির এই ফোনের দাম ১৯,৯৯৯ টাকা।

Image Source: Pexels

ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি- ওয়ানপ্লাসের এই ৫জি ফোনের দাম ১৮,৯৯৯ টাকা।

Image Source: Pexels

রিয়েলমি ৯ ৫জি স্পিড এডিশন- এই ফোনের দাম বর্তমানে ভারতে ১৯,৯৯৯ টাকা।

Image Source: Pexels

আইকিউওও জেড৬ ৫জি- ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও কোম্পানির এই ফোনের দাম ১৬,৯৯৯ টাকা।

Image Source: Pexels

অর্থাৎ পাঁচটি ৫জি ফোনের দাম এখন ভারতে শুরু হচ্ছে ২০ হাজার টাকার কমে।

Image Source: Pexels

অতএব আর সময় নষ্ট না করে নিজের পছন্দের ফোন কিনে ফেলুন।

Thanks for Reading. UP NEXT

রিয়েলমি ১০ ৪জি ফোনের দাম ভারতে কত হতে পারে?

View next story