নতুন ফোন কেনার পরিকল্পনা রয়েছে? যদি বাজেট একটু বেশি হয়, ২০ হাজারের কাছাকাছি, তাহলে বেশ কিছু ফোন পাবেন ভারতে।
ABP Ananda
Image Source: Pexels

নতুন ফোন কেনার পরিকল্পনা রয়েছে? যদি বাজেট একটু বেশি হয়, ২০ হাজারের কাছাকাছি, তাহলে বেশ কিছু ফোন পাবেন ভারতে।

২০ হাজার টাকার কম দামেই কেনা যাবে বেশ কিছু স্মার্টফোন। দুর্দান্ত ফিচার রয়েছে এই ফোনগুলিতে।
ABP Ananda
Image Source: Pexels

২০ হাজার টাকার কম দামেই কেনা যাবে বেশ কিছু স্মার্টফোন। দুর্দান্ত ফিচার রয়েছে এই ফোনগুলিতে।

এবার দেখে নিন এই মুহূর্তে ভারতে ২০ হাজার টাকার কম দামে কোন কোন স্মার্টফোন কিনতে পারবেন।
ABP Ananda
Image Source: Pexels

এবার দেখে নিন এই মুহূর্তে ভারতে ২০ হাজার টাকার কম দামে কোন কোন স্মার্টফোন কিনতে পারবেন।

পোকো এক্স৪ প্রো ৫জি- পোকো সংস্থার এই ৫জি ফোন পাওয়া যাবে ১৮,৯৯৯ টাকায়।
Image Source: Pexels

পোকো এক্স৪ প্রো ৫জি- পোকো সংস্থার এই ৫জি ফোন পাওয়া যাবে ১৮,৯৯৯ টাকায়।

Image Source: Pexels

রেডমি নোট ১১ প্রো- শাওমির সাব-ব্র্যান্ড রেডমির এই ফোনের দাম ১৯,৯৯৯ টাকা।

Image Source: Pexels

ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি- ওয়ানপ্লাসের এই ৫জি ফোনের দাম ১৮,৯৯৯ টাকা।

Image Source: Pexels

রিয়েলমি ৯ ৫জি স্পিড এডিশন- এই ফোনের দাম বর্তমানে ভারতে ১৯,৯৯৯ টাকা।

Image Source: Pexels

আইকিউওও জেড৬ ৫জি- ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও কোম্পানির এই ফোনের দাম ১৬,৯৯৯ টাকা।

Image Source: Pexels

অর্থাৎ পাঁচটি ৫জি ফোনের দাম এখন ভারতে শুরু হচ্ছে ২০ হাজার টাকার কমে।

Image Source: Pexels

অতএব আর সময় নষ্ট না করে নিজের পছন্দের ফোন কিনে ফেলুন।