রিয়েলমি ১০ সিরিজের ফোন রিয়েলমি ১০ ৪জি ভারতে লঞ্চ হতে চলেছে এই নভেম্বর মাসেই। যদিও এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। ভারতে একাধিক রঙে লঞ্চ হতে পারে রিয়েলমি ১০ ৪জি ফোন। রিয়েলমির এই ৪জি ফোনের দাম ভারতে ১৭ হাজার থেকে ১৯ হাজার টাকার মধ্যে হতে পারে। বিভিন্ন অফার-সহ এই ফোনের বেস মডেলের দাম ১৫ হাজার টাকার আশপাশে হবে বলে অনুমান। রিয়েলমি ১০ ৪জি ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকতে পারে। সেলফি তোলার জন্য ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে একটি ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর। এই ফোনের ইনবিল্ট র্যামের পরিমাণ ফোনের অব্যবহৃত ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করে ৫ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। রিয়েলমি ১০ ৪জি ফোনে থাকতে পারে একটি ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। এছাড়াও এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে।