খালি হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ! এই সরকারি ওয়েবসাইটের আদলে জাল ওয়েবসাইট তৈরি করেছে প্রতারকরা।
চাকরি দেওয়ার নামে সংগ্রহ করা হচ্ছে আপনার গোপন নথি। আসল ভেবে নকল এই ওয়েবসাইটে তথ্য দিলেই বিপদে পড়বেন আপনি।
গ্রামে গ্রামে শিক্ষার আলো পৌঁছে দিতে সর্বশিক্ষা অভিযান শুরু করেছিল কেন্দ্রীয় সরকার।
প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিশুদের শিক্ষার জন্য শুরু হয়েছিল এই অভিযান।
PIB ফ্যাক্ট চেক তার অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে একটি টুইট শেয়ার করেছে যাতে বলা হয়েছে, sarvashiksha.online একটি ভুয়ো ওয়েবসাইট।
এর সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই। এই ধরনের ওয়েবসাইট ও পোস্টের ভুলেও শিকার হবেন না।