ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা থাকা সত্ত্বেও পেনশন নিয়ে চিন্তায় রয়েছেন ? তাহলে দেখতে পারেন এলআইসির এই পেনশন প্ল্যান।
এলআইসির এই পলিসিতে প্রথমেই বড় অঙ্কের টাকা জমা করতে হয়। সেই অনুযায়ী মাসে নির্দিষ্ট সময়ে 20,000 টাকার পেনশন নিশ্চিত করতে পারেন আপনি।
আপনি বিনিয়োগের তিন মাস পরে এই পলিসি থেকে ঋণ নিতে পারেন। এতে বিনিয়োগের সর্বোচ্চ কোনও সীমা নেই।
এটি প্রিমিয়াম নন-লিঙ্কড নন-পার্টিসিপেটিং একটি পলিসি যাতে ন্যূনতম 1 লক্ষ টাকা বিনিয়োগ করতে হয়
পেনশনের জন্য এই ক্ষেত্রে 10টি বিকল্প দেওয়া হয়েছে। তারমধ্যে বেছে নিতে পারবেন পলিসি হোল্ডার।
মাসে 20,000 টাকা পেনশন পেতে একবারে 40,72,000 টাকা বিনিয়োগ করতে হবে৷ তখন আপনার মাসিক পেনশন হবে 20,967 টাকা।