নাগরিকদের ফাঁদে ফেলতে এবার নতুন পথ নিয়েছে প্রতারকরা। আপনার বিদ্যুতের বিল দেওয়া থাকলেও মিথ্যে বলা হচ্ছে এসএমএস করে।

একবার জালিয়াতদের জালে পা দিলেই ফাঁকা হতে পারে আপনার অ্যাকাউন্ট। জেনে নিন, কী উপায়ে কাজ করছে এই প্রতারণাচক্র।

বকেয়া বিদ্যুতের বিল দেওয়ার নামে মেসেজ পাঠাচ্ছে জালিয়াতচক্র। যেখানে মেসেজ করে বিদ্যুতের লাইন কাটার কথা লিখেছে প্রতারকরা।

এরই নিচে দেওয়া হচ্ছে 78548 অফিসার নম্বর। একবার এখানে কথা বললেই ফাঁদের মুখে পড়তে হচ্ছে গ্রাহকদের।

এই প্রতারণার বিষয়ে ট্যুইটারে সরব হয়েছেন এক ব্যক্তি। তিনি জানিয়েছেন, একটি মোবাইল নম্বর থেকে নিয়মিত প্রতারণার বার্তা পাচ্ছেন তিনি।

জিও জানিয়েছে, ওই এসএমএসটি একটি স্ক্যাম। জিও কখনোই গ্রাহককে নথি জমা দেওয়ার জন্য কোনও নম্বরে কল করতে বলে না।

জিও জানিয়েছে, গ্রাহকদের এসএমএসের সময় মেসেজের আগে কিছু কোড দিয়ে দেয় কোম্পানি। যে কোড দেখে আপনি আসল -নকল বুঝতে পারবেন।

যেমন প্রেরক আইডির পরিবর্তে 'জিও' দিয়ে শুরু হয় কোম্পানির মেসেজ। যেখানে JioNet, JioHRC, JioPBL, JioFBR-এর মতো বিষয়গুলি আগে লেখা থাকে।

এই ধরনের জালিয়াতি এড়াতে দেখতে হবে এসএমএস কোথা থেকে এসেছে। অজানা উৎস থাকলে বিলের টাকা দেবেন না।

মেসেজে দেওয়া লিঙ্কের মাধ্যমে কোনও অ্যাপ ইন্সটল করবেন না।কারও ব্যক্তিগত নম্বর বা অ্যাকাউন্টে অর্থ পাঠাবেন না।কাউকে ফোন করবেন না বা মেসেজের লিঙ্কে ট্যাপ করবেন না।

প্রদত্ত নম্বরে আপনার কোনও তথ্য দেবেন না। বিষয়টি আগে বিদ্যুৎ বিভাগ বা বোর্ডের সঙ্গে যাচাই করুন। অফিশিয়াল অ্যাপে বিলের বিষয়টি জেনে নিন।