কোভিড ভ্যাকসিনেশন গত ৪৮ ঘন্টায় ১ লক্ষ্ পেরোলেও ফের তা গত ২৪ ঘন্টায় কমল। কোভিডের সংখ্যা বাড়তেই গত ৪৮ ঘন্টায় ভ্যাকসিনেশন পেরোয় ১ লক্ষ। টিকা পান ১০৩,৭০৪ জন। কোভিডের সংখ্যা কমতেই কমল কোভিড ভ্যাকসিনেশন। গত ২৪ ঘন্টায় টিকা পান ৪৬,৭৩১ জন। গত ৭২ ঘন্টায় কোভিডের টেস্ট হয়েছে ১১,৮২৭ টি। গত ৪৮ ঘন্টায় তা কমে ১১, ৮১১ টি। রাজ্য বুলেটিন সূত্রে খবর, গত ২৪ ঘন্টায় কোভিড টেস্ট হয়েছে ১০,০৩৬ টি। কোভিডের সংখ্যা বাড়লেও আরটি-পিসিআর পরীক্ষার সংখ্যা সেই হারে বাড়েনি। কোভিড সংক্রমণ ক্রমশ বাড়লেও এখনও কোভিড টেস্ট কোথাও বাধ্যতামূলক করা হয়নি। রাজ্য বুলেটিন সূত্রে খবর, গত ২৪ ঘন্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৩ জনের। এই পরিস্থিতিতে কোভিড ভ্যাকসিনেশন নিয়ে আদৌ কতটা সতর্ক সবাই, প্রশ্ন উঠেছে তবে কোভিড সংক্রমণ হলে উপসর্গ প্রকাশ পেলে, টিকার নিয়ম মেনে চলুন।