দক্ষিণের ছবিতে আগেই জনপ্রিয় তিনি। 'ফ্যামিলি ম্যান টু' ওয়েবসিরিজে অভিনয় দিয়ে আরও অনেকের নজর কাড়েন সামান্থা রুথ প্রভু। কিন্তু এটা কী বললেন সামান্থা? 'কর্ণ জোহরই অসুখী দাম্পত্যের মূলে,' বলে দিলেন অকপটে। হঠাৎ বলিউডের পোড়খাওয়া চিত্রপরিচালক সম্পর্কে এমন মন্তব্য কেন? নাহ, কোনও গণ্ডগোল হয়নি। মজার ছলেই কথাটি বলেছেন সামান্থা। 'কফি উইথ করণ'-র নতুন সিজনের ট্রেলারে দেখা যাচ্ছে, চ্যাট শোয়ের মাঝেই কথাটি বলছেন সামান্থা। 'আপনি জীবনকে কেথ্রিজি-র মতো দেখিয়েছেন। জীবনে আসলে কেজিএফ'- বলেন সামান্থা। অক্ষয় কুমারের সঙ্গে কর্ণ জোহরের চ্যাট শোয়ে আসতে দেখা যাবে তাঁকে। গত বছরই দক্ষিণী সুপারস্টার নাগাচৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে সামান্থার।