সূর্য ডোবার মুখে...সুইৎজারল্যান্ডের কোল থেকে এমনই ছবি শাহিদ-ঘরণী মীরা রাজপুতের। সব ছবিতে ক্যাপশন থাকলেও স্ত্রীর সঙ্গে এই ফ্রেমের নিচে কোনও ক্যাপশন দেননি শাহিদ। বলি-নায়িকাদের থেকে কোনও দিনই কম গ্ল্যামারস ছিলেন না শাহিদ-ঘরণী। স্ত্রী-সন্তানদের সঙ্গে সুইৎজারল্যান্ডের দুরন্ত প্রকৃতির কোলে। ক্যাপশন, 'সব সময় তোমাদের জন্য আছি।' আল্পসের কোলে আরও একটি দুরন্ত ফ্রেমে মীরা... এমন সুন্দর জায়গায়, সঙ্গে পরিবার। আর কী চাই? সুইৎজারল্যান্ডে সপরিবার ছুটি কাটাতে গিয়েছেন শাহিদ কাপুর। কর্তা-গিন্নি দুজনের ইনস্টা গ্রামেই এখন সেখানকার ছবি। মীরার সঙ্গে বিয়ের পর ঘোরতর সংসারী শাহিদ। কাজের চাপ সত্ত্বেও স্ত্রী ও দুই সন্তানের প্রতি নিবিড় মনোযোগ তাঁর। একটু সময় পেলেই স্ত্রীর সঙ্গে সময় কাটান শাহিদ। 'জার্সি'-তে শেষবার দেখা গিয়েছিল শাহিদকে। ছুটির পর কী নতুন কাজ? অপেক্ষায় ভক্তকূল।