বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপের নিয়ম। আপনার হোয়টসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক হয়ে থাকলে ফের আনব্লক করতে পারবেন 'নিজেই'।

আগামী সপ্তাহে অ্যাপলের আইওএস বিটা সংস্করণে দেওয়া হবে এই সুবিধা।

প্রতি বছর হোয়াটসঅ্যাপের নীতি না মানার জন্য প্রচুর অ্যাকাউন্ট ব্লক বা নিষিদ্ধ করে কোম্পানি। যে কারণে কমে যাচ্ছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা।

টেক ব্লগাররা মনে করছে, এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে হোয়াটসঅ্যাপের গ্রাহক সংখ্যা।

সেই কারণে নিষিদ্ধ বা ব্লক করা অ্যাকাউন্টগুলিও নতুনভাবে খোলার সুযোগ দেবে কোম্পানি। তবে সেই ক্ষেত্রে থাকবে কড়া নিয়ম।

WABetaInfo-র প্রতিবেদন বলছে, WhatsApp শীঘ্রই একটি নতুন বৈশিষ্ট্য শুরু করতে চলেছে। এই বৈশিষ্ট্যের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্ট ফিরে পেতে পারেন।

এই কাজের জন্য ব্যবহারকারীদের কিছু ধাপ পেরোতে হবে। যাতে পুরোনো অ্যাকাউন্ট না মুছেও তা ফিরে পাবেন ইউজাররা।

WABetaInfo-এর রিপোর্ট অনুসারে, অ্যাকাউন্ট আনব্লক করার জন্য ব্যবহারকারীদের অ্যাপটিতে একটি অপশন দেওয়া হবে।

যেখানে ব্যবহারকীরা আনব্লকের বিষয়ে কোম্পানিকে হোয়াটসঅ্যাপ সাপোর্টে রিভিউয়ের বিষয়ে অনুরোধ করতে পারবেন।

অনুরোধ জমা হওয়ার পরে হোয়াটসঅ্যাপ সাপোর্ট ইউজার অ্যাকাউন্ট পর্যালোচনা করবে। এরপরই ফিরে পেতে পারেন আপনার অ্যাকাউন্ট।

তবে এই বৈশিষ্ট্যটি ছাড়াও আপনি আপনার অ্যাকাউন্ট ফেরত পেতে WhatsApp সাপোর্টে একটি 'রিকোয়েস্ট মেল' করতে পারেন।