Image Source: Getty

তারকা থেকে সাধারণ মানুষ, ইদানিং নানা সময় হৃদরোগে আক্রান্ত হওয়ার দুঃসংবাদ আসছে।

Image Source: pixabay

কখনও চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে, কখনও সামান্য সময়ও দিচ্ছেন না রোগী।

Image Source: pixabay

বিশেষজ্ঞরা বলছেন হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্টের মুহূর্তে বা তার আগে বেশ কিছু উপসর্গ চোখে পড়ে।

Image Source: pixabay

রোগী বুকে ব্যথা হতে থাকবে। বুকের মাঝে বা বাঁদিতে কোনওরকম অস্বস্তি হবে। যা ফিরে ফিরে আসবে।

Image Source: pixabay

হঠাৎ করে শীত লাগতে পারে। মাথা ঘোরানোর মতো অনুভব হতে পারে রোগীর।

Image Source: pixabay

আচমকা প্রবল ঘামতে শুরু করতে পারেন। বিশেষজ্ঞরা বলেন, হঠাৎ অস্বাভাবিক ঘামতে থাকা হার্ট অ্যাটাকের লক্ষ্মণ।

Image Source: pixabay

চোয়ালে, গালে তীব্র ব্যথা হয়। প্রবল অস্বস্তি হতে পারে।

Image Source: pixabay

ঘাড়ে ও পিঠে অসম্ভব যন্ত্রণা হতে পারে, যা হার্ট অ্যাটাকের মুহূর্তে অন্যতম চিহ্ন।

Image Source: pixabay

দুই হাত বা ঘাড়ে ব্যথা বা অসাড়তা এবং হঠাৎ শ্বাসকষ্ট শুরু হওয়ায় একটি বড়সড় উপসর্গ।

Image Source: pixabay

ডিসক্লেইমার: কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের কথা মেনে চলুন।