'কান চলচ্চিত্র উৎসব ২০২২'-এ ভারতের নাম উজ্জ্বল করছেন যাঁরা, তাঁদের অন্যতম দীপিকা পাড়ুকোন। তিনি সেখানে জ্যুরি মেম্বার। প্রত্যেকদিনের আলাদা আলাদা লুকের ছবি রোজ নিজের সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি যে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী সেখানে তাঁকে আরও এক 'লুই ভিতঁ' পোশাকে দেখা গেল। সবুজ রঙের একটি জাম্পস্যুট পরে দেখা গেল তাঁকে। পোলকা প্রিন্টে বেশ মানিয়েছে। তাঁর লুকে তিনি চমক আনার জন্য পায়ে পরেছিলেন সাদা স্টিলেটো। চুল বেঁধেছিলেন মেসি পনিটেল করে। কানে পরেছিলেন লুপ দুল, হাতে ব্রেসলেট ও একটি ঘড়ি। কান উৎসবে দীপিকার একেকটা লুক তাঁর মধ্যের 'ভিন্টেজ ক্যুইন' ভাবকে বের করে আনছে। সম্প্রতি তাঁকে গোলাপী স্কার্ট ও সাদা অ্যাবস্ট্রাক্ট শার্টে পোজ দিতে দেখা যায়। চোখে ছিল সাদা ফ্রেমের সানগ্লাস। এর আগে কান উৎসবে তাঁর শাড়ি পরা লুকও বেশ ভাইরাল হয়েছে।