কোভিড ধীরে ধীরে কমেছে। খুলেছে বিমান যোগাযোগ। গরমের ছুটিও সামনে, ফলে শুরু হতে পারে ট্যুর প্ল্যানিং। এই গরমে অল্প খরচে ঘুরে আসতে পারেন কাছে-পিঠে বিদেশেও। ভারতীয় পাসপোর্ট থাকলে পৌঁছলেই ভিসা পাবেন, খরচও কম। দেখে নিন এমনই কিছু দেশের হদিস। কাম্বোডিয়া। ছবির মতো সাজানো দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশ। ইন্দোনেশিয়া, সমুদ্র সৈকত থেকে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, সবই রয়েছে এই দেশে। লাওস। প্রাচীন স্থাপত্য থেকে প্রকৃতি। সবই অঢেল রয়েছে ছোট্ট দেশটিতে। শ্রীলঙ্কা। ভারতের পড়শি দেশ। পাহাড় থেকে সমুদ্র সবই পাবেন হাতের কাছে। তাইল্যান্ড। ব্যাঙ্কক-পাটায়া থেকে ফুকেত, ছুটি কাটানোর সব সুযোগই রয়েছে এখানে। ভিয়েতনাম। কম খরচে নিরিবিলিতে ঘুরতে গেলে ডেস্টিনেশন হতেই পারে এই দেশ।