আগামীকাল মুক্তি পাবে বলিউড ছবি 'হিরোপন্তি টু', প্রথমবার ইদ-এর দিন মুক্তি পাবে টাইগার শ্রফের ছবি 'হিরোপন্তি'র সাফল্যের পর দ্বিতীয় ছবি ঘিরে অনেক প্রত্যাশা রয়েছে নির্মাতাদের, যদিও ছবির কলাকুশলীতে বেশ কিছু পরিবর্তন এসেছে আজ 'হিরোপন্তি ২' ছবির প্রচারে ফ্যাশনে নজর কাড়লেন টাইগার শ্রফ ও তারা সুতারিয়া ২০১৪ সালে মুক্তি পায় 'হিরোপন্তি', এই ছবিতে টাইগার শ্রফের বিপরীতে দেখা গিয়েছিল কৃতী শ্যাননকে বক্স অফিসে হিট হওয়া এই ছবির সিক্যুয়েল 'হিরোপন্তি টু'তে নায়িকা বদলে কৃতীর জায়গায় তারা সুতারিয়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে, ইতিমধ্যেই এই ছবিতে তাঁর লুক নজর কেড়েছে অ্যাকশন ছবির কথা হলেই প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার নাম সকলের প্রথমেই মাথায় আসে একাধিক ভিন্ন ধারার অ্যাকশন ছবি প্রযোজনা করেছেন তিনি, এবার আসছে 'হিরোপন্তি ২' প্রথম ছবি 'হিরোপন্তি'র থেকেও বেশি অ্যাকশন ও ধামাকা অপেক্ষা করছে দর্শকদের জন্য এই ছবিতে যে জমজমাট অ্যাকশন থাকতে চলেছে তা বেশ স্পষ্ট, নতুন অবতারে নজর কেড়েছেন টাইগার