আজ জন্মদিন জনপ্রিয় অভিনেত্রী সামান্থা প্রভুর, জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য সামান্থা প্রভুর একটা মিষ্টি ডাকনাম রয়েছে, বন্ধুরা, পরিবারের লোকেরা তাঁকে 'যশোদা' নামে ডাকেন বলেই জানা যায় ফিটনেসের দিকে নজর রাখলেও খাদ্যরসিক অভিনেত্রী সামান্থা, বিভিন্ন সাক্ষাৎকারে বলে থাকেন যে, সবথেকে পছন্দের খাবার সুসি অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলেই তাঁর ভ্রমণবিলাসের আন্দাজ করা যায় জানা যায়, হলিউড অভিনেত্রী অড্রে হেপবার্নকে দেখে অনুপ্রাণিত হয়ে অভিনয় কেরিয়ার বাছেন সামান্থা গরীব শিশু ও অসুস্থ মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য কটি এনজিও রয়েছে সামান্থা প্রভুর। নাম প্রত্যুষা সাপোর্ট ২০১৩ সালে মধুমেহ রোগে আক্রান্ত হন সামান্থা, পরবর্তীকালে 'সত্যমূর্তি' ছবিতে তিনি একজন মধুমেহ রোগীর চরিত্রে অভিনয় করেন নিঃসন্দেহে সামান্থা প্রভু একজন স্টাইল আইকন, তাঁর ফ্যাশন সেন্স অনুরাগীদের অত্যন্ত পছন্দের জানা যায়, অভিনয় জগতে কেরিয়ার শুরু করার আগে নানা ধরনের চাকরি করতেন সামান্থা প্রভু ফিটনেসের দিক থেকেও চর্চায় থাকেন সামান্থা, তাঁকে জন্মদিনের শুভেচ্ছা