ফের নতুন ভূমিকায় দেবের সঙ্গে জুটি বাঁধছেন রুক্মিণী মৈত্র। পরিচালকের নাম শুনলে একটু অবাক হতে হয় বৈকি! সৃজিত মুখোপাধ্যায় একদিনে পর্দার ব্যোমকেশ দেব, অন্যদিকে সৃজিতের ব্যোমকেশ অনির্বাণ, দুয়ের মধ্যে নাকি রেষারেষি চলছিল! ওয়েব ও পর্দায় একই গল্প আসছে, ব্যোমকেশ-দুর্গরহস্য। এমনকি মুক্তির তারিখও একই শোনা গিয়েছিল, ব্যোমকেশ নিয়ে নাকি রেষারেষি চলছে দেব-বিরসা ও সৃজিতের মধ্যে! তবে সেই সব বিবাদকে নিছক গুজব বলে প্রমাণিত করে, নিজের নতুন ছবির কথা ঘোষণা করলেন সৃজিত সেই ছবিতে জুটি বাঁধতে দেখা যাবে দেব-রুক্মিণীকে। এই ছবি মুক্তি পাওয়ার কথা ২০২৪ সালে, অর্থাৎ আগামী বছর। এখনও প্রকাশ্যে আসেনি ছবির নাম