২০১০ সালে 'ব্যান্ড বাজা বারাত' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন রণবীর সিংহ। অভিনয় করেন অনুষ্কা শর্মার বিপরীতে। প্রথম ছবিতেই মন জয়ের পর ২০১১ সালে মুক্তি পায় 'লেডিস ভার্সেস রিকি বহেল'। মুখ্য নায়িকার চরিত্রে এই ছবিতেও অভিনয় করেন অনুষ্কা। এরপর ২০১২ সালে রণবীরের কোনও ছবি মুক্তি পায়নি। ২০১৩ সালে এরপর তিনটি ছবি মুক্তি পায়। 'লুটেরা' ও 'গোলিওঁ কি রাসলীলা রাম লীলা' ছবিতে নজর কাড়েন। ২০১৪ সালেও তিন তিনটি ছবি মুক্তি পায় তাঁর। 'গুণ্ডে', 'ফাইন্ডিং ফ্যানি' ও 'কিল দিল' ছবিতে অভিনয় করেন রণবীর। ২০১৫ সালে তাঁকে প্রিয়ঙ্কা চোপড়ার ভাইয়ের চরিত্রে দেখা যায় 'দিল ধড়কনে দো' ছবিতে। 'বাজিরাও মস্তানি' ছবিতে তিনি ফের জুটি বাঁধেন দীপিকা পাড়ুকোনের সঙ্গে। ২০১৬ সালে বাণী কপূরের সঙ্গে রণবীর সিংহ অভিনয় করেন 'বেফিকরে' ছবিতে। বক্স অফিসে যদিও বিশেষ ভাল ফল করেনি এই ছবি। ২০১৮ সালে 'পদ্মাবত' ছবিতে আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করেন তিনি। ওই বছরই তিনি নাম লেখান রোহিত শেট্টি কপ ইউনিভার্সে। মুক্তি পায় 'সিমবা'। ২০১৯ সালে rapper মুরাদ আহমেদের চরিত্রে দেখা যায় রণবীরকে। প্রথমবার জুটি বাঁধেন আলিয়া ভট্টের সঙ্গে। প্রশংসিত হয় এই ছবি। ২০২১ সালে মুক্তি পায় স্পোর্টস ড্রামা ঘরানার '৮৩' ছবি। এই ছবিতে কিংবদন্তি তারকা ক্রিকেটার কপিল দেবের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন রণবীর। ২০২২ সালে মুক্তি পায় 'জয়েসভাই জোরদার' ও 'সার্কাস'। প্রসঙ্গত, দুটির কোনও ছবিই বক্স অফিসে দুর্দান্ত সাফল্য লাভ করতে পারেনি।