খেতে ভীষণ ভালবাসেন, ভাত না হলে একদিনও চলে না। তবুও কি করে এত ফিট দেবলীনা কুমার?



দেবলীনা কুমার ভরসা রাখেন নিয়মিত কঠিন শরীরচর্চায়। প্রতিদিন জিমে অন্তত ঘণ্টা দেড়েক কসরত করেন তিনি।



দুপুরের মেনুতে রোজই দেবলীনার পাতে থাকে ভাত, সঙ্গে বেশিরভাগ দিনই মাটন।



দেবলীনা দিন শুরু করেন চিনি ছাড়া ব্ল্যাক কফি দিয়ে, তারপরে Intermittent fasting।



বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে দুপুরের খাবার খেয়ে নেন দেবলীনা। সেটাই তাঁর ব্রাঞ্চ।



বিকেলের খাবারে দেবলীনা স্বাস্থ্যকর কিন্তু মুখরোচক খাবার রাখেন। বেশিরভাগ দিনই থাকে 'মাখানা'।



রাতের খাবারে দেবলীনা খান চিকেন বা স্বাস্থ্যকর, সবজি দিয়ে তৈরি নুডলস।



মিষ্টি ভালবাসেন দেবলীনা, তাই হামেশাই নাকি লোভ সামলাতে না পেয়ে মিষ্টি খেয়ে ফেলেন তিনি।



মাঝেমাঝে বেশি মাটন খাওয়া হয়ে যাচ্ছে মনে হলে দুপুরের মেনুতে চিকেন রাখেন দেবলীনা।



খাবারের তালিকা থেকে যতটা সম্ভব বাদ দেন চিনি। চা-কফির নেশা নেই দেবলীনার।