ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত 'ধক ধক' কন্যারা। ফ্রেমবন্দি দিয়া মির্জা, সঞ্জনা সাংঘি, ফতিমা সানা শেখ।




মাস্টার্ড হলুদ রঙের ড্রেস পরে দেখা গেল দিয়াকে। সঙ্গে প্রিন্টেড শ্রাগ। চওড়া হাসি মন ভোলানো।


আজ 'ধক ধক' ছবির ট্রেলার এল প্রকাশ্যে।



এই ছবি বলবে ৪ মহিলার গল্প যাঁরা একসঙ্গে একটি বাইক ট্রিপে খারদুংলা পাসের উদ্দেশে যাত্রা করে।



এই ছবিতে দেখা যাবে বর্ষীয়ান অভিনেত্রী রত্না পাঠক শাহকেও।



'ধক ধক' প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী শুক্রবার, ১৩ অক্টোবর।



প্রসঙ্গত, মহিলাদের নিয়ে তৈরি এই ছবির প্রযোজক অপর অভিনেত্রী তাপসী পন্নু।



বাইক-প্রেমী অভিনেতা জন আব্রাহামও এই ছবিকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন।



অন্যদিকে, এই বছরই মুক্তি পাবে শাহরুখের 'ডাঙ্কি'। শোনা যাচ্ছে সেই ছবিতেও অভিনয় করবেন দিয়া।



সম্প্রতি মুক্তিপ্রাপ্ত 'মেড ইন হেভেন ২'-র একটি গল্পে দেখা যায় দিয়া মির্জাকে।