১৩ অক্টোবর মুক্তি পাচ্ছে দিয়া মির্জা, ফতেমা সানা শেখ, বেনেডিক্ট, সঞ্জনা সাঙ্ঘি অভিনীত ছবি 'ধক ধক'। এদিন প্রচারে, কমলা-গোলাপি গাউনে নজর কাড়লেন সঞ্জনা সাঙ্ঘি সঞ্জনা তাঁর কেরিয়ারে প্রথমবার নজর কেড়েছিলেন সুশান্ত সিংহ রাজপুতের বিপরীতে অভিনয় করে। তবে সঞ্জনা নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন ইমতেয়াজ আলির রকস্টার ছবির হাত ধরে। এছাড়া বার বার দেখো ও হিন্দি মিডিয়াম ছবিতেও দেখা গিয়েছিল সঞ্জনাকে। দিল বেচারা সঞ্জনার কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি। সুশান্তের শেষ ছবির নায়িকা ছিলেন তিনিই। বড়পর্দা ছাড়াও একাধিক স্বল্পদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেছেন সঞ্জনা একাধিক বিপণী সংস্থার মুখও তিনি। সঞ্জনা ধীরে ধীরে বলিউডে নিজের কেরিয়ার তৈরি করার চেষ্টা করছেন নেভার সে গুডবাই ও মেহেন্দি ওয়ালে রাত -এর মতো মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন সঞ্জনা এদিন ধক ধক-এর প্রচারে উপস্থিত ছিলেন ফতিমা সানা শেখ ও দিয়া মির্জাও।