মুম্বইয়ে কীভাবে পুজো কাটান 'বন্দিশ ব্য়ান্ডিট' অভিনেতা? প্রবাসী বাঙালি হলেও কলকাতার দুর্গাপুজো তাঁর কাছে ভীষণ স্পেশাল। জন্মসূত্রে বাঙালি,বেড়ে ওঠা মুম্বইতে। পুজোর সময়টা কলকাতাকে খুব মিস করেন অভিনেতা ঋত্বিক ভৌমিক। মুম্বইয়ের বাঙালি কমিউনিটির লোকজন একত্রিত হয়ে চলে পুজোর আনন্দ লুটেপুটে নেওয়ার পালা। গাড়ি নিয়ে প্য়ান্ডেলে প্য়ান্ডেলে ঠাকুর দেখা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চলে পেটপুজো। তবে মুম্বইতে থাকার জন্য় কবে পুজো আসছে একথা মাকে জিজ্ঞাসা করতে হয় অভিনেতাকে। পুজোয় তাঁর অবশ্য়ই কুর্তা-পাজামা চাই 'বন্দিশ ব্য়ান্ডিট' অভিনেতার। তাঁর মতে, যাঁরা বাইরে থেকে পুজো উপভোগ করতে আসেন, তাঁদের আসার অন্য়তম কারণ কলকাতার অজস্র সুস্বাদু খাবার। কলকাতার পুরো বাড়ি থেকে শুরু করে বিভিন্ন আর্কিটেকচার 'মাজা মা' অভিনেতার বেশ প্রিয়।