ডায়াবেটিস আপনার দৃষ্টিশক্তি নষ্ট করে দিতে পারে আপনারই অজান্তে। ফলে সতর্ক হোন। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় একে বলে 'ডায়াবেটিক রেটিনোপ্যাথি'।



কিছু পড়তে বা দূরের জিনিস দেখতে সমস্যা হয়। হঠাৎ এমনটা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।



ডায়াবিটিক রেটিনোপ্যাথির সমস্যা বাড়তে শুরু করলে অনেকের রং দেখতেও সমস্যা হয়।



হঠাৎ চারদিক অন্ধকার দেখায়। আবার কেউ কেউ নির্দিষ্ট কোনও অংশ দেখতে পান না।



Image Source: pixabay

চোখের সামনে পোকার মতো কিছু ঘুরে বেড়াচ্ছে মনে হয়।

Image Source: pixabay

তবে এ থেকে মুক্তির উপায় আছে। লক্ষণ দেখলে আগে থেকে সতর্ক হোন।

Image Source: pixabay

অ্যাঞ্জিওগ্রাফি, চোখের স্ক্যান, লেজার থেরাপি দিয়ে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার চেষ্টা করা হয়।

Image Source: Getty

অন্যদিকে চোখের ইঞ্জেকশন বা স্টেরয়েড ইঞ্জেকশনও এক্ষেত্রে অনেক সময় ব্যবহার করা হয়।

Image Source: Getty

তবে দেখা গেছে যারা কোলেস্টেরল, রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখেন তাদের ক্ষেত্রে সমস্যা খুব একটা হয় না

তাই সুস্থ থাকতে নিয়মিত চোখের পরীক্ষা করান, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন।