শীতকালে পায়ের পাতায় যাতে ঠান্ডা না লাগে সেই জন্যেই মূলত মোজা পরা হয়। এতে পা ফাটার সম্ভাবনাও কমে অনেকটা।
ছবি- পিক্সাবে


তবে অনেকেই মোজা পরেন না। নিয়মিত মোজা না পরলে বেশ কিছু বিপদের আশঙ্কা থেকেই যায়।
ছবি- পিক্সাবে


মোজা পরলে অন্য সময়ের মত ঘাম হওয়ার সম্ভাবনা কমে যায়।
ছবি- পিক্সাবে


মোজা না পরলে পায়ের ঘাম পায়ে শুকিয়ে সেখান থেকে জন্মাতে পারে ব্যাকটেরিয়া।
ছবি- পিক্সাবে


এর ফলে পায়ে চুলকানি হতে পারে, র‍্যাশও দেখা দিতে পারে।
ছবি- পিক্সাবে


মোজা ছাড়া জুতো পড়লে হাঁটাচলাতেও সমস্যা হয়। রক্ত চলাচল ব্যাহত হতে পারে।
ছবি- পিক্সাবে


অন্যদিকে অ্যালার্জি জনিত সমস্যাও দেখা দিতে পারে।
ছবি- পিক্সাবে


পায়ের ত্বক খুব স্পর্শকাতর হয়। রাস্তায় ধুলোবালির সংস্পর্শে এলে সমস্যা দেখা দেয়।
ছবি- পিক্সাবে


মোজা পরা থাকলে পায়ে সংক্রমণ হওয়ার সম্ভাবনা কমে। তবে মাথায় রাখতে হবে, পরিষ্কার মোজা না পরে বাসি মোজার ব্যবহার হিতে বিপরীত করে দিতে পারে
ছবি- পিক্সাবে


স্নিকার্স পরুন বা লেদার শ্যু, মোজা পরলে আপনার পায়ের যত্নের পাশাপাশি স্টাইল স্টেটমেন্টও বজায় থাকবে।
ছবি- পিক্সাবে