Image Source: Pexels, Pixabay

অনেকেরই পছন্দ চিজ। রয়েছে বহু পুষ্টিগুণ।

Image Source: Pexels, Pixabay

চিজ খাওয়ার সঙ্গে কি ব্লাড সুগারের মাত্রার কোনও হেরফের হয়?

Image Source: Pexels, Pixabay

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ব্লাড সুগার বেশি থাকলে গ্লাইসেমিক ইনডেক্সের দিকে চোখ রাখতে হবে।

Image Source: Pexels, Pixabay

চিজে কার্বোহাইড্রেট প্রায় থাকে না। গ্লাইসেমিক ইনডেক্স সূচকে প্রায় নীচের দিকে থাকে।

Image Source: Pexels, Pixabay

একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে চিজ টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে।

Image Source: Pexels, Pixabay

তবে কম স্যাচুরেটেড ফ্যাটযুক্ত চিজ বেছে নেওয়া উচিত।

Image Source: Pexels, Pixabay

চিজে উচ্চমাত্রায় প্রোটিন থাকে। ব্লাড সুগার নিয়ন্ত্রণেও প্রয়োজন প্রোটিন।

Image Source: Pexels, Pixabay

ফল, হোল গ্রেইন, পাউরুটির সঙ্গে খাওয়া যায় চিজ

Image Source: Pexels, Pixabay

কিন্তু উপকারী হলেও অতিরিক্ত চিজ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।

Image Source: Pexels, Pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন।