এই প্রেমের গল্প সাবেক ধুতি পাঞ্জাবি আর শাড়ির। কিশোর বয়সের সারল্য মেখে যে আবেগ আসে তা যেমন অপ্রতিরোধ্য, তেমনই গাঢ় দাগ রেখে যায় মনে। মুছে ফেলা যায় না হয়ত কোনোদিন।
বলিউড নয়, একেবারে বাংলা গানের সুরে দর্শকদের মন কেড়েছে এসভিএফ-এর নতুন মিউজিক ভিডিও। আর গানের সুরে দর্শকদের কাঁদালেন, ভাসালেন এই নতুন জুটি।
গোটা গানকে যেন আরও স্নিগ্ধ করে তুলেছে বৃষ্টি। জলের ফোঁটায় যেমন আরও সুমধুর হয়ে উঠেছে দিতিপ্রিয়া আর দিব্যজ্যোতির প্রেম।
আবার ঠিক তেমনই গানের শেষের বিচ্ছেদের কষ্টকে কয়েক গুণ স্পর্শকাতর করে তুলেছে ওই বৃষ্টিই।
কিন্তু যে বৃষ্টি নিয়ে এত কথা, তা মোটেই পরিকল্পিত ছিল না। ছিল না রেইন ট্যাঙ্কের বৃষ্টিও! তাহলে?
দিব্যজ্যোতি জানিয়েছেন, শ্যুটিংয়ের মাঝেই বার বার অপরিকল্পিতভাবে বৃষ্টি আসছিল।
প্রকৃতির এমনই খেয়াল যে একটা শটে বৃষ্টিই থামেনি, রীতিমতো ভিজে শ্যুটিং করতে হয়েছিল।
একটা শটে আবার আচমকা বৃষ্টি থেমে যাওয়ায় বোতলের জল দিয়ে কৃত্রিম বৃষ্টি তৈরি করা হয়েছিল