শিকড় ছেঁড়ার যন্ত্রণা বুঝেছিলেন জীবন দিয়ে
সাধারণ ফল ব্যবসায়ীর ছেলের তারকা হয়ে ওঠা
দিলীপ কুমার কোটি কোটি মানুষের অনুপ্রেরণা
জীবিত থাকলে ১০০ বছরের হতেন
তার আগেই প্রয়াত হয়েছেন গত বছর
তবে আক্ষেপ ছিল না কোনও কিছুতেই
চুটিয়ে ছবি করেছেন, হাত পাকান রাজনীতিতেও
তার পর স্বেচ্ছার নির্বাসন জীবন
চলে গিয়েও রয়ে গিয়েছেন দিলীপ কুমার
ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত জীবন
নিজের পছন্দ অনুযায়ীই চলেছেন
শুধু ভারত নয়, গোটা উপমহাদেশের তারকা