পাহাড়ে বেড়াতে গিয়েছেন বলিউডের তারকা দম্পতি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করতেই ছুটি কাটাতে গিয়েছেন তাঁরা একে অপরকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে একাধিক ছবি পোস্ট করেন দুই তারকা বিবাহবার্ষিকী পেরিয়ে গেলেও ছুটি শেষ হয়নি ভিকি-ক্যাটরিনার। পাহাড়ে বেশ লম্বা ছুটি কাটাতেই গিয়েছেন তাঁরা সেখান থেকেই একগুচ্ছ ছবি পোস্ট করলেন দুই তারকা পাহাড়ের মনোরম প্রকৃতি থেকে রোম্যান্টিক মেজাজে একে অপরকে সোহাগের ছবি ফুটে উঠল সেখানে ক্যাটরিনা ভিকিকে 'জীবনের আলোর রশ্মি' বলে উল্লেখ করেন, ভিকি আবার ক্যাটরিনাকে কতটা ভালোবাসেন, তা স্পষ্ট করে দেন কোথাও ক্যাটরিনার ক্যামেরায় বন্দি হয়েছেন ভিকি। তাঁকে দেখা যাচ্ছে একা একা কিৎ কিৎ খেলতে দাবার ঘুঁটি সাজানো রয়েছে। আর তার মধ্যে একা একা খেলছেন ভিকি। আবার সেটাকে একঘেয়ে খেলাও বলেছেন অভিনেতা কোনও ছবিতে আবার পাহাড়ের মনোরকম প্রকৃতি ধরা পড়েছে