পরিবারে নতুন সদস্য এসেছে মাসখানেক। আপাতত মেয়েকে সামলাতেই ব্যস্ত রণবীর কাপুর এবং আলিয়া ভাট। কিন্তু সন্তানপালনের পাশাপাশি অত্যন্ত ব্যস্ত পেশাদার জীবনের মধ্যে ভারসাম্য রাখবেন কী করে? নিঃসন্দেহে কাজটা কঠিন, তবে দায়িত্ব ভাগাভাগি করে নেওয়ার সিদ্ধান্ত নিতে চান সেলিব্রিটি দম্পতি। হালেই সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় রণবীর বললেনও সে কথা। 'হয়তো ও (আলিয়া) যখন কাজ করবে, তখন আমি ছুটি নেব। আর আমি যখব ব্যস্ত থাকব, তখন ও বাড়িতে থাকবে', বললেন অভিনেতা ২০২২ সাল জুড়েই তুমুল ব্যস্ততার মধ্যে সময় কেটেছে এই তারকা দম্পতির। একের পর এক ছবি করেছেন দুজনে। প্রযোজক হিসেবে আলিয়া ভাটের হাতেখড়িও এই বছরই। ঘটনাচক্রে এই বছরের এপ্রিলেই বিয়ে করেন রণবীর-আলিয়া। ৬ নভেম্বর কন্যাসন্তানের অভিভাবক হন দুজন। আপাতত তিনি মাতৃত্বকালীন ছুটিতে থাকলেও কাজ থাকছেই। ব্যস্ত থাকবেন রণবীরও।