করোনার পর যে রোগ নিয়ে ত্রস্ত বিশ্ব তার নাম- ‘Disease X’, অনেকে বলছেন- এলিয়েন রোগও এই রোগটি আগামীতে মহামারীর আকারও নিতে পারে প্রাণ যেতে পারে কয়েক কোটির, এমনটাই আশঙ্কা করছে বিজ্ঞানীরা এটি হতে পারে একধরনের Zoonotic রোগ অর্থাৎ, অন্য প্রাণীদের থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে এই স্ট্রেন ইবোলার মতোই ভাইরাল স্ট্রেন জেনেটিক মিউটেশন ঘটিয়ে শক্তিশালী হয়ে উঠছে, মত এটাই তবে কোন ভাইরাসের প্রাণঘাতী রূপ এটি, তা এখনও বিশ্লেষণ করে উঠতে পারেননি বিজ্ঞানীরা যদিও ডিজিজ-এক্স কোনও নতুন ভাইরাস নয় চেনা পরিচিত কোনও ভাইরাস পরিবারেরই সংক্রামক জিন স্ট্রেন যেহেতু জেনেটিক গঠন বদলে যাচ্ছে তাই কোভিডের থেকেও ২০ গুণ প্রাণঘাতী হতে পারে এই ভাইরাস এই রোগের সঠিক গঠন, চরিত্র সবটাই অজানা সেই কারণে এই রোগটিকে ডিজিজ এক্স বলা হয়