ভারতের মুকুটে জুড়ল আরও একটি পালক। আদিত্য L1-এর উৎক্ষেপণ করল ISRO

পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল বা PSLV-C57 রকেটে চেপে রওনা দিল আদিত্য L1

সূর্যে নয়, সূর্য থেকে অনেক দূর থেকে নজর রাখবে আদিত্য L1

প্রত্যাশা মতোই সকাল ১১টা ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট L1 এর উদ্দেশে পাড়ি দিল Aditya L1

পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিমি অর্থাৎ ১৫ লক্ষ কিলোমিটার দূরে একটি halo কক্ষপথে অবস্থান করবে আদিত্য

আদিত্য এল১ পরীক্ষা করবে সূর্যের করোনা, পৃষ্ঠদেশ

সৌর ঝড় পৃথিবীর উপর কী কী প্রভাব ফেলতে পারে তা জানার চেষ্টা চালাবে ইসরোর সৌরযান

এই মিশনের লক্ষ্য সৌর কার্যকলাপ এবং মহাকাশ আবহাওয়ার উপর তাদের প্রভাব পর্যবেক্ষণ করা

সূর্যের উপরের বায়ুমণ্ডল এবং সৌর বায়ুর সঙ্গে এর যোগাযোগও পরীক্ষা করা হবে।

আদিত্য-L1 মহাকাশযান সাতটি পেলোড বহন করছে, সৌরবায়ুর গঠন এবং গতিশীলতা পরিমাপ করবে এই পেলোড