ঘূর্ণিঝড় রেমাল নিয়ে জল্পনা তুঙ্গে। মে-র শেষেই নাকি আসছে এই ঘূর্ণিঝড়। প্রায় ফি-বছরই মে-মাসে কোনও না কোনও বড় ঝড় তাণ্ডব চালায় বাংলায়। এবার কি হবে রেমালের পালা? আয়না-আমফানের মতোই হবে ভয়াবহ ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আপাতত গরম বাড়বে বঙ্গে। রবিবার থেকে ফের ঝড়বৃষ্টির সঙ্কেত আছে। কিন্তু ঘূর্ণিঝড় হবে কি? আগামী ২৩ মে আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তা পরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। এবার তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা বলা যাচ্ছে না এখনই আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত কোনও সিস্টেম তৈরি হয়নি। তাই ঝড়ের পূর্বাভাস দেওয়া এখনই সম্ভব নয়।