দীর্ঘদিন ধরে তাপপ্রবাহ চলেছে বাংলায়। প্রবল গরমে নাজেহাল হয়েছেন বাসিন্দারা। অবশেষে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বাংলায় আসছে বৃষ্টি। তাপপ্রবাহে জেরবার দক্ষিণবঙ্গে অবশেষে সুরাহা? IMD কলকাতা- X হ্যান্ডেলে জানিয়েছে, ৪ মে থেকে উত্তরবঙ্গে এবং ৫ মে থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৫ মে, ২০২৪: বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ৬ মে, ২০২৪: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত ও ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব বর্ধমানে। ৭ মে, ২০২৪: বাঁকুড়া, বীরভূম, হুগলি, হাওড়া, দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিনও বাকি জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাসের কথা জানাচ্ছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জন্য কী পূর্বাভাস রয়েছে? কবে বৃষ্টি হবে সেখানে? ৪ মে, ২০২৪: দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ৫, ৬, ৭ মে- এই দিনগুলিতেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৭ মে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস।