আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। কবে শীতল হবে কলকাতা? উত্তর নেই কারও কাছে সোমবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় রয়েছে ঝড়বৃষ্টির সম্ভবনা। জানাল আলিপুর আবহাওয়া দফতর। ৪৮ ঘণ্টার মধ্যে ২ ডিগ্রি কমেছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুর, কোচবিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পর্যন্ত। সোমবার নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও দুই ২৪ পরগনায় হতে পারে ভারী বৃষ্টি। সোম ও মঙ্গলবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।