শনিবার দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। আগামী দুই দিন রাজ্যে পারদ আরও উপরে উঠবে
উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও গরম ও অস্বস্তি থাকবে।
শনিবার ও রবিবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কবার্তা।
রবিবার থেকে ফের বৃষ্টি শুরু হবে বিক্ষিপ্তভাবে। বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা
শুক্র ও শনিবারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
শুক্র-শনিবার বৃষ্টি নেই কলকাতায়। রবিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে। সোমবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে ১৭ মে শুক্রবার। ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, অসাম, বিদর্ভ এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে।
দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে জুন মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে বা দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে।