পুজো আসতে আর বাকি করে গোনা কয়েকটা দিন। মহালয়া পড়েছে ২ অক্টোবর।
ABP Ananda

পুজো আসতে আর বাকি করে গোনা কয়েকটা দিন। মহালয়া পড়েছে ২ অক্টোবর।



ফের নিম্নচাপের ভ্রুকুটি! যার জেরে বৃহস্পতিবার পর্যন্ত ফের ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ।
ABP Ananda

ফের নিম্নচাপের ভ্রুকুটি! যার জেরে বৃহস্পতিবার পর্যন্ত ফের ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ।



মহালয়ার আগেই ফের ভিজবে বাংলা। বাড়বে দুর্যোগ।
ABP Ananda

মহালয়ার আগেই ফের ভিজবে বাংলা। বাড়বে দুর্যোগ।



বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই।
ABP Ananda

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই।



ABP Ananda

ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়



ABP Ananda

পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদেও বৃষ্টি চলবে।



ABP Ananda

আবহাওয়া দফতর জানাচ্ছে, অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে বাংলায়



ABP Ananda

পুজোর মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে বলেই মনে করছেন আবহবিদরা।



ABP Ananda

প্রাক পুজো পর্বে আবার নিম্নচাপের আশঙ্কা তৈরি হচ্ছে ।



পুজোয় কোনও কোনও জায়গায় পরিষ্কার হলেও বাতাসে অতিরিক্ত জলীয় বাস্প থাকবে।



২ অক্টোবর বা মহালয়া থেকে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে।