আগামী ৭ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে



আজ কলকাতায় বৃষ্টি হবে, সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস



শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়



বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলিতে



নদিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে



৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া



আগামীকাল ও বৃহস্পতিবার বৃষ্টি কমলেও, শুক্রবার বৃষ্টি বাড়বে



সমুদ্র উত্তাল থাকায়, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে



উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হবে



বাজ পড়ার আশঙ্কা থাকায় সুরক্ষিত জায়গায় আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর



Thanks for Reading. UP NEXT

সত্যিই কি তছনছ করবে রেমাল? জানিয়ে দিল আবহাওয়া দফতর

View next story