২৪ জানুয়ারি থেকে ফের শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দুয়ারে সরকার কর্মসূচি।
ABP Ananda

২৪ জানুয়ারি থেকে ফের শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দুয়ারে সরকার কর্মসূচি।



এই সরকারি ক্যাম্প থেকে লক্ষ্মীর ভাণ্ডার সহ নানা সরকারি পরিষেবা হাতের মুঠোয় পেয়ে থাকেন সাধারণ মানুষ
ABP Ananda

এই সরকারি ক্যাম্প থেকে লক্ষ্মীর ভাণ্ডার সহ নানা সরকারি পরিষেবা হাতের মুঠোয় পেয়ে থাকেন সাধারণ মানুষ



এবার দেখে নেওয়া যাক, যাঁরা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন তাঁরা কোন কোন নথি অবশ্যই নিয়ে যাবেন
ABP Ananda

এবার দেখে নেওয়া যাক, যাঁরা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন তাঁরা কোন কোন নথি অবশ্যই নিয়ে যাবেন



প্রথমে দুয়ারে সরকার থেকে তুলে নিতে হবে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নির্দিষ্ট ফর্ম। প্রতি ফর্মে নির্দিষ্ট একটি নম্বর থাকবে
ABP Ananda

প্রথমে দুয়ারে সরকার থেকে তুলে নিতে হবে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নির্দিষ্ট ফর্ম। প্রতি ফর্মে নির্দিষ্ট একটি নম্বর থাকবে



ABP Ananda

যিনি আবেদন করবেন, তাঁর বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছর। খুঁটিয়ে দেখে সেই ফর্ম পূরণ করতে হবে। সঙ্গে দিতে হবে কিছু অবশ্য প্রয়োজনীয় নথি



ABP Ananda

দিতে হবে পাসপোর্ট মাপের রঙিন ছবি। সঙ্গে দেবেন স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি



ABP Ananda

দিতে হবে আধার কার্ডের ফটোকপি। এছাড়া যদি তপশিলি জাতি বা উপজাতিভুক্ত হন, দিতে হবে সেই শংসাপত্রের ফটোকপিও



ABP Ananda

দিতে হবে ব্যাঙ্ক পাশবইয়ের ফটোকপি (পাশবইয়ের প্রথম পাতা বা ক্যানসেলড চেক)



ABP Ananda

এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার ফর্মে থাকবে একটি স্ব-ঘোষণাপত্র। যেমন লেখা থাকবে আবেদনকারী এই রাজ্যের বাসিন্দা



ABP Ananda

আবেদনকারী কোনও সরকারি চাকরি করেন না। সরকারি চাকরি থেকে কোনও মাসোহারা পান না ইত্যাদি



ABP Ananda

আপনার ফর্ম দুয়ারে সরকারের আধিকারিক খুঁটিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, যাতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতে পারে