মণীশ মলহোত্রও দীপাবলির পার্টিতে হাজির ভিকি কৌশল, ক্যাটরিনা কইফ। সমুদ্ররঙা শাড়ি পরেছিলেন ক্যাটরিনা, পাশেই কালো পোশাকে ঝলমল করছিলেন ভিকি কৌশল। এক মুহূর্তের জন্যও ক্যাটরিনার হাত ছাড়েননি ভিকি, হাসিমুখে প্রিয় মানুষের সঙ্গেই পার্টি সেরে গাড়িতে উঠলেন ক্যাটরিনা। দীপাবলির আগে বলিউডে আলোর উৎসব উদযাপন চলছে, সব পার্টিতেই তারকাদের মেলা। শুধু ভিকি-ক্যাটরিনা নয়, পার্টিতে হাজির হয়েছিলেন ঐশ্বর্য্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনও। জ্যাকি ভাগনানীর সঙ্গে হাজির হয়েছিলেন রকুলপ্রীতও, লেহঙ্গায় সেজেছিলেন রকুলপ্রীত। গোলাপি আনারকলি চুড়িদার পরেছিলেন ঐশ্বর্য্য, লাল শেরওয়ানি বেছেছিলেন অভিষেক। গোলাপি-রূপোলি পোশাকে ঝলমল করছিলেন ঐশ্বর্য্য, তবে এদিন দেখা গেল না আরাধ্যাকে। ভিকি-ক্যাটরিনার জুটি যেন ম্যাজিক ছড়ান অনুরাগীদের মনে, সকলেই উচ্ছসিত তাঁদের দেখে। এই তিন জুটির মধ্যে আপনার প্রিয় কে?